স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা

dse1নিজস্ব প্রতিবেদক :

স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন শুরু হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমতে কমতে তলানিতে নেমে গেছে। লেনদেনের গতি বাড়াতে ডিএসইকে নেটিং সুবিধা (লেনদেনে সমন্বয়)  চালুর প্রস্তাব দিয়েছে ট্রেকহোল্ডাররা। এর মধ্যে অন্যতম হচ্ছে ।

ডিএসইর আবেদনের পরিপেক্ষিতে আগামীকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি অনুমোদন দিতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে একই দিনে একই কোম্পানির শেয়ারে নেটিং সুবিধার প্রস্তাব দেয়  ডিএসই কর্তৃপক্ষ। এর আগে আগস্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিএসইসিতে এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব জমা দেয়।

জানা গেছে, লেনদেনে নেটিং সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা একই দিনে একই কোম্পানির শেয়ার একবার বিক্রি করে আবার কিনতে পারবেন। তবে এক্ষেত্রে শেয়ার ও অর্থ দুটোই ম্যাচিউরড থাকতে হবে।

একই দিনে একই কোম্পানির শেয়ার নেটিং সুবিধার ব্যাপারে বিএসইসির মনোভাবও ইতিবাচক বলে জানা গেছে। ডিএসইর প্রস্তাব গতকাল বিএসইসিতে পৌঁছানোর পরই তা পরবর্তী কমিশন সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে। আগামীকালের কমিশন সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিএসইসি।

শেষ কমিশন সভায় শেয়ার নেটিং সুবিধার প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য কোনো আইন পরিবর্তন করতে হবে না। শুধু একটি নির্দেশনার মাধ্যমেই প্রস্তাবিত সুবিধাটি চালু করা সম্ভব বলে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *