অনিয়মের অভিযোগে ভারতের শেয়ারবাজারে নিষেধাঞ্জা কিংফিসার এইরলাইন্স

kingস্টকমার্কেট ডেস্ক :
নিবন্ধন বিধি ভঙ্গের অগিযোগে আগামি মাস থেকে কিংফিসার এইরলাইন্স এর সব ধরনের শেয়ার লেনদেনের উপর নিষেধাঞ্জা জারি করেছে ভারতীর শেয়ারবাজার BSE ও NSE।

নিবন্ধিত কোম্পানির জন্য প্রতি প্রান্তিকে আর্থিক রিপোর্ট প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সে নিয়ম ভঙ্গ করে পরপর দুই প্রান্তিকে আর্থিক রিপোর্ট প্রকাশ না করায় কিংফিসার এইরলাইন্স এর বিরদ্ধে এ ব্যবস্থা লেওয়া হয়েছে।

পৃথক পৃথক বিবৃতিতে BSE ও NSE থেকে জানানো হয়েছে, বিজয় মালোয়ার মালিকানাধিন কিংফিসার এইরলাইন্স Standard Operating Procedure (SOP) না মানায় এর সব ধরনের শেয়ার কার্যক্রমের উপর নিষেধাঙ্গা জারি করা হয়েছে যা আগামি ১ দিসেম্বর থেকে কার্যকর হবে। ২০১২ ভারতের জনপ্রিয় এই বিমান কোমানিটির শেয়ার মুলধন ছিল ১০ হাজার কোটি রুপি যা অনেকটা কমে বর্তমানে ১৫০ কোটি রুপিতে দাড়িয়েছে।

সুত্র- দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *