অবশেষে উভয় শেয়ারবাজারে সূচক-পতন

indexনিজস্ব প্রতিবেদক :

উত্থানে শুরু হলেও সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য বেড়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয় লেনদেন।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১০৫ পয়েন্টে। মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ২০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সিএসসিএক্স সূচক ১৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৫০ পয়েন্টে। মোট ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৮ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *