অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া ও আনুষাঙ্গিক চার্জের নির্ধারণের নির্দেশ

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ভেতরে বিমান চলাচল করার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষাঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না এবং নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত সব কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত।

আজ সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। এ বিষয়ে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন,এক এক কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছে। টিকিট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ একই রকম নির্ধারণে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/আরএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *