অর্থনৈতিক স্থীতিশীলতায় সিএসআরের বিকল্প নেই : এম এ মান্নান

mannanনিজস্ব প্রতিবেদক :

দেশের সামগ্রিক অর্থনীতি স্থীতিশীলতায় কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের অডিটোরিয়ামে প্রোপেগেটিং সিএসআর প্রোগ্রামাস বাই কর্পোরেট ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআর এশিয়ার আবাসিক পরিচালক সুমাইয়া রশিদ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি আবুল কাসেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এমসিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট গোলাম মাঈনউদ্দিন প্রমুখ।

এম এ মান্নান বলেন, গত দুই বছরে দেশের অর্থনীতিসহ সামগ্রিক খাতে পরিবর্তন এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম হলো, কেউ অর্থনীতিতে পিছিয়ে থাকবে না। এসডিজি বাস্তবায়নে সিএসআর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, দেশের বেসরকারি খাত অনেক দূর এগিয়েছে। সিএসআর কার্যক্রমে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে টেকসই করতে সিএসআর কার্যক্রমে সরকার গুরুত্ব দিচ্ছে। এজন্য একটি নীতিমালা করা হচ্ছে। আমাদের বড় সমস্যা সরকারি ও বেসরকারি প্লাটফর্মের সমন্বয়ের অভাব। এটি দূর করতে হবে। সিএসআর কার্যক্রম বাড়াতে সবাইকে একটি প্লাটফর্মে আসতে হবে।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, কোম্পানিগুলোকে সিএসআর কার্যক্রমে আরো উন্নতি করতে হবে। কারন এটি প্রবৃদ্ধি অর্জনে উন্নয়ন সহাহক হিসেবে কাজ করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *