অর্থমন্ত্রীর হাতে ৬১ কোটি টাকা চেক তুলে দিলেন খায়রুল হোসেন

BSECনিজস্ব প্রতিবেদক :

শেয়ার রক্ষনাবেক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) বিও হিসাব নবায়নের ফি বাবদ ২০১৫-১৬ অর্থবছরের অর্জিত ৬১ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

শেয়ার লেনদেনে সকল তথ্য নিষ্পত্তি ও সংরক্ষণ করে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এবিপরীতে একটি নির্ধারিত ফি প্রতিবছর দেয় বিনিয়োগকারীরা।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া চেকের তিনটির অনুলিপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আবদুস সালাম সিকদার ও ড. স্বপন কুমার বালা।

বিও ফি বাবদ ৬১ কোটি ৩৫ লাখ ২ হাজার ৪’শত টাকা তিনটি চেকের মধ্যে জমা দেওয়া হয়। এর মধ্যে ১৯ কোটি ২৭ লাখ ৯৩ হাজার দুইশত টাকার, ২২ কোটি ৮১ লাখ ৩১ হাজার টাকার এবং ১৯ কোটি ২৫ লাখ ৭৮ হাজার দুইশত টাকার তিনটি চালানের মাধ্যমে এ অর্থ জমা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *