অর্থ আত্মসাতের অভিযোগে কেয়ার আবদুল খালেক পাঠান গ্রেপ্তার

dudokনিজস্ব প্রতিবেদক :

১১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের স্পন্সর কেয়া ইয়ার্ন মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক পাঠানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে এই পরিমাণ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে খালেক পাঠানের বিরুদ্ধে। আজ বিকেল চারটার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কেয়া ইয়ার্ন মিলসের হাতে শেয়ারবাজারের কোম্পানি কেয়া কসমেটিকসের ১৩ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৪৫৯টি শেয়ার রয়েছে। গত মার্চ মাসে আরো দেড় কোটি শেয়ার বিক্রি করে কেয়া ইয়ার্ন মিলসের এমডি আবদুল খালেক পাঠান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *