অর্ধ-বার্ষিকীতে এসিআই ফরমুলেশন্সের আয় ১.৫৯ টাকা

aciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের এসিআই ফরমুলেশন্সের অর্থবছরের প্রথম ৬ মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৯ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি’১৫ থেকে জুন’১৫) অনিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী এসিআই ফরমুলেশন্স করপরবর্তী মুনাফা (কনসলিডেটেড) করেছে ৭ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫৯ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ও আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৭ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা ও ১.৬৮ টাকা। এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ৫.৩৬ শতাংশ।

এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’১৫ থেকে জুন’১৫) লোকসান দিয়েছে এসিআই ফরমুলেশন্স। এ সময়ে করপরবর্তী লোকসান হয়েছে ৫২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ১২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ও শেয়ারপ্রিতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ৫১ লাখ ৭০ হাজার টাকা ও ১১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *