অলটেক্সের এমডিসহ প্রত্যেক পরিচালককে জরিমানা

altexনিজস্ব প্রতিবেদক :

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গ করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৫২তম সভায় এ কোম্পানিকে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইরি নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে কোয়ালিফাইড ওপিনিয়ন অনুযায়ী ১১৯ কোটি টাকার স্থায়ী সম্পদের হিসাব না থাকা এবং সুদ বাবদ খরচ ১৭৪.৮৯ মিলিয়ন টাকা বিবরণীতে প্রভিশন/চার্জ হিসেবে না দেখানোর জন্য নেট প্রফিট ১২.২৭ কোটি দেখানো হয়েছে, যা হবে নেট লস ৫.২২ কোটি টাকা।

এছাড়াও ৭ কোটি টাকা বিনিয়োগের ব্যাংক বিবরণী নিয়ন্ত্রক সংস্থা চাইলেও তা দাখিল করেনি অলটেক্স ইন্ডাস্ট্রিজ। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১(২) ধারা লঙ্গন। আর এ কারণে এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৫ লাখ টাকা করে জারিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *