অ্যাপে সিএনজি সেবা চালু করলো ‘হ্যালো রাইড শেয়ারিং’

helloস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ‘রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭’ খসড়া অনুমোদনের পরদিনই অ্যাপ সেবায় সিএনজি অটোরিকশা অন্তর্ভুক্তির ঘোষণা এল। আজ থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপে সিএনজি চলবে এবং আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টপ আই আই নামের একটি প্রতিষ্ঠান ‘হ্যালো রাইড শেয়ারিং’ নামে অ্যাপ চালুর ঘোষণা দেয়। যদিও গত বছরের শেষ দিকেই তারা বলে এ সেবা চালুর কথা বলে আসছিল।

টপ আই আইয়ের কমিউনিকেশন ডিরেক্টর রোকেয়া প্রাচী সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন। সেখানে বলা হয়, ২০১৫ সালেই তাঁরা এ ধরনের সেবা চালুর পরিকল্পনা করেন। আজ থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘হ্যালো অ্যাপ’ ডাউনলোড করে সুবিধা নিতে পারবেন। এ ছাড়া চালকেরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা পরীক্ষামূলকভাবে চলবে। এরপরে ১ মার্চ থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেবা পাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রামে। প্রতিষ্ঠানটি ৫০০ সিএনজি অটোরিকশার চালককে প্রশিক্ষণ দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের অ্যাপটির বাংলাও করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *