আইএফআইসি ব্যাংকের রাইট সাবস্ক্রিপশন : চলবে ২৯ জুন

ific-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজার তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেডের রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে আগামী ৩১ মে। আর এটা শেষ হবে ২৯ জুন। সোমবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ব্যাংকটির রাইট ইস্যুর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল।

গত ১৫ মার্চ ৬০০তম সভায় এ ব্যাংকটিকে ১:১ হারে রাইট অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নিবার্হী পরিচালক ও মুখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংক ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে পারবে। আর প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা পুজিবাজার থেকে উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল ৩-র আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

৩০ জুন, ২০১৬ তারিখে অর্থবার্ষিকী আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৬১ পয়সা। আর এনএভি ২৪ টাকা ৩৮ পয়সা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *