আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পদে প্রথম নারী

ttttttস্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ পদে এই প্রথমবারের মতো কোনো নারীকে নিয়োগ দেয়া হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন অর্থনীতিবিদের নাম গীতা গোপিনাথ। তিনি অর্থনীতিবিদ মরিস অবসফেল্ডের স্থলাভিষিক্ত হবেন।

গীতা গোপিনাথ বর্তমানে হার্ভাড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। ‘বিনিময় হার’ নিয়ে কাজ করে সুনাম কুড়িয়েছেন গীতি।

গীতা গোপিনাথ বড় হয়েছেন ভারতে। পড়াশুনা করেছেন দিল্লি ইউনিভার্সিটি, দিল্লি স্কুল অব ইকোনোমিকস ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। ২০০১ সালে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিইচডির করার পর শিকাগো ইউনিভার্সিটিতেও সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন তিনি। ২০০৫ সালে গীতা গোপিনাথ হার্ভাডে যোগ দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *