আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনায় দেশের সর্ববৃহৎ আইপিও

idlcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রবি আজিয়াটা লিমিটেডের আইপিও অনুমোদন করেছে। রবি শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ আইপিও। উত্তোলিত অর্থ রবির নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে।

টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে রবির তালিকাভুক্তি বাজারের মূলধনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

এই আইপিও’র ইস্যু ম্যানেজার হিসাবে আইডিএলসি ইনভেস্টমেন্টস দায়িত্ব পালন করছে। আইডিএলসি ২০১৬ সালে রবি-এয়ারটেল একীভূতকরণেও উপদেষ্টা হিসাবে কাজ করেছে, যা বাংলাদেশের বৃহত্তম মার্জার লেনদেনগুলির মধ্যে অন্যতম।

এ প্রসঙ্গে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর এমডি এন্ড সিইও আরিফ খান বলেন, “রবি আজিয়াটার এই আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিল তথ্যপ্রযুক্তির উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আমরা বিশ্বাস করি। ইস্যু ম্যানেজার হিসেবের বির এই অর্জনে সহযোগী হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

আইডিএলসি ভবিষ্যতেও এইধরণের ইতিবাচক কার্যক্রম এর সাথে থাকবে বলে আশা প্রকাশ করছি “।

এই আইপিও অনুমোদনের মাধ্যমে আইডিএলসি ফাইন্যান্স তাদের সুশাসনের সাথে পরিচালিত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার প্রতিশ্রুতি পুনরুক্তি করে । আইডিএলসি ২০১৮ সাল থেকে পর পর তিনবছর ইউরোমনিকর্তৃক “বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংক” হিসাবে পুরস্কৃত হয়েছে।

আইপিও, একীভূতকরণ ও অধিগ্রহণছাড়াও, আইডিএলসি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং মার্জিন ঋণ ব্যবসায়ের সাথে জড়িত।

আইডিএলসি ভবিষ্যতে আরও মানসম্পন্ন আইপিও আনতে এবং বাংলাদেশের শেয়ারবাজারের বিকাশে অবদান রাখতে কাজ করে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *