আইন ভঙ্গের জন্য ইউনাইটেড এয়ারওয়েজের ৭ পরিচালককে আর্থিক শাস্তি

united airস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ৭ পরিচালক আইন ভঙ্গের জন্য আর্থিক শাস্তি প্রদান করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ ) রুলস,১৯৯৫ এর ৪(১) ধারা ভঙ্গ করার কারণে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী ও ৭ জন স্পন্সর পরিচালককে জরিমানার আওতায় আনা হয়েছে।

জানা যায়, কোম্পানির স্পন্সর পরিচালক তোফায়েল আহমেদ চৌধুরী, সিদ্দিকা আহমেদ, মো: আশিক মিয়া, মো: ইউসুফ চৌধুরী, মদ্রিস আলী, খন্দকার মাহফুজুর রহমান এবং তাহমিনা বেগম প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া একই আইন ভঙ্গের জন্য ইউনাইটেড এয়ারের ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রী খন্দকার তাসলিমা চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *