আইন ভঙ্গের দায়ে এম সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

bsecস্টকমার্কেটবিডি ডেস্ক :

নানা অনিয়ম ও আইন ভঙ্গের অপরাধে ঢাকা স্টক এক্সচেঞ্জের এম সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

হাউজটি যেসব আইন লঙ্ঘন করেছে তা নিম্নে বর্ননা করা হলো:

ক) সমন্বিত গ্রাহক হিসাব এ ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১; দ্বিতীয় তফসিল এর আচরণ বিধি ১ ও ৬ লঙ্ঘন।

খ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা,২০০০ এর দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ এর লঙ্ঘন।

গ) ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস,১৯৯৯ এর লঙ্ঘন।

ঘ) পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও কর্মচারীদের আত্মীয়দের অর্থ প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ ভঙ্গ করেছে।

ঙ) জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকের ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনার লঙ্ঘন।

চ) হিসাব খোলার ফরম যথাযথভাবে পূরণ ছাড়াই সংরক্ষন করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এবং সিডিবিএল এর আইনের লঙ্ঘন।

উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে হাউজটিকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *