আইন ভঙ্গের দায়ে ড্রাগন সোয়েটারকে ৩০ লাখ টাকা জরিমানা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৬২৩তম সভায় কোম্পানিটিকে জরিমানা করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ড্রাগন সোয়েটার মোট আইপিও ফান্ডের ৫৩.৬২ শতাংশ নগদ ব্যয় কিন্তু তা খরচ হিসাবে আর্থিক বিবরণীতে প্রদর্শন করেনি। বুকস অব একাউন্টস সঠিকভাবে সংরক্ষণ না করায় তাদের আর্থিকক বিবরণীতে সঠিক ও যথাযথ তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স,১৯৬৯ এর ১৮ ধারার লঙ্ঘন হয়েছে।

এছাড়া প্রসপেক্টাসে উল্লেখিত ঘোষণা মোতাবেক যন্ত্রপাতি ক্রয় না করায়, যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন না করায় কোম্পানিটি আইপিও’র সম্পতি পতের প্যারা ৮ এর লঙ্ঘন করেছে।

এসকল সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে ড্রাগন সোয়েটারকে ৩০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *