আইন সংশোধন না হওয়া পর্যন্ত আইপিও আবেদন বন্ধ

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অতালিকাভুক্ত কোম্পানির জন্য প্রাইভেট প্লেসমেন্টে অর্থ উত্তোলন সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে পাবলিক ইস্যু রুল সংশোধন হওয়ার আগে নতুন করে আর কোনো প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২৯ এপ্রিল পর্যন্ত প্লেসমেন্ট ও আইপিওতে গৃহিত আবেদনকে বিদ্যমান আইনে বিবেচনা করা হবে।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে কমিশন। সংশোধনী আসার আগে নতুন করে কোনো আইপিও নেওয়া হবে না। ইতোমধ্যে যেসব কোম্পানির আইপিও আবেদন জমা পড়েছে, সেগুলো বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

উল্লেখ্য, সোমবার (২৯ এপ্রিল) কমিশনের প্লেসমেন্ট আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে আগামিতে বিএসইসির অনুমোদন নিয়ে প্লেসমেন্টে কোন শেয়ার ইস্যু করার সুযোগ থাকবে না। তবে আরজেএসসির মাধ্যমে আইপিও আবেদনের পূর্বে একটি কোম্পানির মূলধন বাড়ানো যাবে। আর এখন থেকে আইপিওকালীন সকল শেয়ারে ৩ বছর লক-ইন থাকবে। যা প্রসপেক্টাসের সংক্ষিপ্ত সংস্করন প্রকাশের দিনের পরিবর্তে লেনদেন শুরুর দিন থেকে গণনা করা হবে। এছাড়া আইপিওতে ফিক্সড প্রাইস মেথডে কমপক্ষে ৫০ কোটি টাকা ও বুক বিল্ডিং মেথডে ১০০ কোটি টাকা উত্তোলন করতে হবে। যে কারনে পাবলিক ইস্যু রূলস সংশোধন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *