আইসিবির মিউচ্যুয়াল ফান্ডের সর্বোচ্চ লভ্যাংশ

icbনিজস্ব প্রতিবেদক :

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮টি মিউচ্যুয়াল ফান্ডে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে । ফান্ডগুলোর মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আইসিবি ১ম মিউচুয়াল ফান্ডে। এ ফান্ডের ইউনিটধারীরা ১০০০ শতাংশ হারে লভ্যাংশ পাবেন। গত বছর এ ফান্ডে ৮০০ শতাংশ লভ্যাংশ দেয়া হয়েছিল।

সবচেয়ে কম ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আইসিবি ৮ম মিউচুয়াল ফান্ডে। গত বছর এ ফান্ডের ইউনিটধারীরা ১২০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে ফান্ডগুলোর লভ্যাংশ ঘোষণা করা হয়। একই বৈঠকে আইসিবি পরিচালিত ইউনিট ফান্ডেরও লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ বছর সব ফান্ডেই লভ্যাংশ বেড়েছে। ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের জন্য ৪৫০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ৪০০ শতাংশ।

তৃতীয় আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩০০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২৫০ শতাংশ।

চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৩০০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২৫০ শতাংশ।

পঞ্চম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ২৫০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ২২৫ শতাংশ।

ষষ্ঠ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ১২০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ১১০ শতাংশ।

সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ১৫০ শতাংশ। গত বছর এর পরিমাণ ছিল ১৩০ শতাংশ।

আইসিবির ইউনিট ফান্ডে ইউনিট প্রতি ৪২ দশমিক ৫০ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ৪০ টাকা পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *