আগামীকাল আইপিওর সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে গণশুনানি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে গণশুনানির আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহযোগিতায় এই গণশুনানি অনষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় ভার্চুয়ালি গণশুনানি শুরু হয়ে শেষ হবে পাঁচটায়। গণশুনানির উদ্বোধন করবেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

বিকেল তিনটায় কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদের সূচনা বক্তব্যের পর গণশুনানি শুরু করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকের এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট সাইদুর রহমান। এরপর সাড়ে ৪টায় সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার আব্দুল হালিম।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এলিজেবল ইনভেস্টর তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান করা হয়েছে। বিনিয়োগকারীদেরকে ডিএসইর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে হবে। এরপর তাদেরকে মেইলের মাধ্যমেই আইডি এবং পাসওয়ার্ড জানানো হবে।

উল্লেখ্য, বর্তমানে আইপিও’ কোম্পানির টাকা ব্রোকার হাউজে জমা দেওয়া নিয়ে বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে। আর বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কারসাজি করছে কিনা সেটাও পর্যবেক্ষণ করছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *