আগামী বছর পূর্বাচলে বাণিজ্যমেলা হবে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এবারের বাণিজ্যমেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। আমরা আগের চেয়ে আরও উৎসাহ পাচ্ছি।

এসময় তিনি আগামী বছর থেকে পূর্বাচলে বাণিজ্যমেলা আয়োজনের বিষয়ে আশাপ্রকাশ করেন। তিনি জানান, পূর্বাচলে মেলা আয়োজনের সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। এবারের বাণিজ্যমেলায় ২১ দেশ মেলায় অংশ নিচ্ছে।

দেশগুলো হচ্ছে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মরিশাস, ভিয়েতনাম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া।

মেলায় প্রবেশ টিকিটের দাম ধরা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। মোট টিকিটের ২৫ শতাংশ অনলাইনে পাওয়া যাবে। এবার স্টলের সংখ্যা ৪৮৩টি। স্টলের মধ্যে রয়েছে ১১২টি প্যাভিলিয়ন, ১২৮ মিনি প্যাভিলিয়ন এবং ২৪৩টি বিভিন্ন ক্যাটাগরির স্টল।

বাণিজ্যমেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *