আগারগাঁওয়ে বিএসইসির নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

bsecনিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ভবন ও দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌। রবিবার ৮ জানুয়ারি সকাল পৌনে ১০টায় অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসি’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।

এদিন সকাল সাড়ে ১০টায় প্রধমে প্রধানমন্ত্রী নবনির্মিত সিকিউরিটজ কমিশন ভবন শুভ উদ্বোধন করবেন। এরপর ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দিকে যাবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১১টা ৫৫ মিনিটে বক্তব্য দিবেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ১১টা ১৫ মিনিটে বিএসইসি’র চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ও সাড়ে ১১টায় বক্তব্য রাখবেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শেয়ারবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারী এবং অনেক বিনিয়োগকারী।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *