আগা খান ফান্ডের আইপিডিসির শেয়ার বিক্রয়ের চুক্তি

ipdcস্টকমার্কট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) মেজরিটি শেয়ারহোল্ডার আগা খান ফান্ড ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এসএ (একেএফইডি) শেয়ার বিক্রয় ও হস্তান্তরে ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার বিক্রয়ে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো- ব্র্যাক, আয়েশা ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেডট। গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোম্পানিটি এ চুক্তি করে।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিকট হাতে থাকা আইপিডিসির ৬ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৪টি শেয়ারের মধ্যে ৫ কোটি ৫ লাখ ১৯০টি শেয়ার বিক্রয় ও হস্তান্তর করবে আগা খান ফান্ড। বাংলাদেশের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে শেয়ার বিক্রয় করা হবে।

তবে শেয়ারের বিক্রয় দর বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *