আপনারা আমাকে রাজস্ব দিন, পরিবেশ আমি নিশ্চিত করবো : অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আমার দরকার রাজস্ব। আর আপনাদের দরকার ব্যবসায়িক পরিবেশ। আমাকে রাজস্ব দিন, পরিবেশ আমি নিশ্চিত করবো।’ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনে মন্ত্রীর দফতরে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার, কর ও খেলাপি ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানের দাবি জানান। একই সঙ্গে দ্বৈত ব্যবসার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো নিরসনেরও দাবি জানান।

ব্যবসায়ীদের এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের আগে অনেকেই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আমার তরফ থেকে শুধু প্রতিশ্রুতি নয়, এগুলো বাস্তবতা। সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা সম্ভব।’

বৈঠক শেষে সাংবাদিকরা ভ্যাট আইন কার্যকরের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘একাধিক রেটে ভ্যাট আইন কার্যকর করা হবে।’

খেলাপি ঋণ নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কমিটমেন্ট রয়েছে খেলাপি ঋণ বাড়বে না। যেদিন বলেছি সেইদিন থেকে আজ পর্যন্ত এক টাকাও খেলাপি ঋণ বাড়েনি, বাড়বেও না।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *