আফতাব অটো ও আল-আরাফাহর লেনদেন বন্ধ আজ

suspendস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ বন্ধ থাকবে। কোম্পানি দুটি হলো— আফতাব অটোমোবাইলস ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আফতাব অটোমোবাইলস: ২০১৪ সালের ৩১ আগস্ট সমাপ্ত হিসাব বছরের জন্য কেম্পানিটির পরিচালনা পর্ষদ ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা ও শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) ৫৩ টাকা ৩৫ পয়সা।

২৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক: ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড (সাত বছর রিডিমঅ্যাবল) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-৩-এর অধীনে টায়ার-২-এর শর্ত পূরণ করতে কোম্পানিটির এ বন্ড ছাড়া হচ্ছে। নিয়ন্ত্রণকারী সংস্থা ও শেয়ারহোল্ডারদের সম্মতিসাপেক্ষে এ বন্ড ছাড়া হবে প্লেসমেন্টের মাধ্যমে। এজন্য ২৩ ডিসেম্বর সকাল ১০টায় পুরানা পল্টনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভবনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *