আবার সূচক বাড়ল ভারত শেয়ারবাজারে

sensexস্টকমার্কেট ডেস্ক :

গতকাল বুধবার একদিনেই ভারত শেয়ারবাজারের প্রধান সূচক সেনসেক্স বেড়েছে ২৪৫.২৭ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচকের অবস্থান ছিল ২৭,৩৭১.৮৪ পয়েন্টে।

গত সপ্তাহের মাঝামাঝি থেকে শেয়ারবাজার বেশ চাঙ্গা রয়েছে৷ তার আগে এক সপ্তাহেই সেনসেক্সের পতন হয়েটিল ১,০৪৯ পয়েন্ট। কিন্তু বাজার উঠতে শুরু করার পর ৫ দিনের লেনদেনেই উল্টে উঠে এলো ১,৪৫৮ পয়েন্ট।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মন্তব্য করেছেন, ২০১৫-’১৬ আর্থিক বছরে ভারতের পক্ষে ৬ শতাংশ বৃদ্ধির হার অর্জন করা খুব একটা কঠিন হবে না। তাঁর এই মন্তব্য লগ্নিকারীদের মধ্যে আশার সঞ্চার জাগিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

যদিও বিমা বিল সংসদে পাশ করানোর বিষয়টি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় লগ্নিকারীরা কিছুটা হতাশ। অবশ্য প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করেও বিমা বিলটি তাঁরা আইনে পরিণত করতে চাইছেন এখন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী৷ যা দেখে তা উৎসাহিত হয়েছেন দেশটির বিনিয়োগকারীরা।

সূত্র-হিন্দুস্থান টাইমস
স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *