আমরা নেটওয়ার্কসের বিডিং পক্রিয়া শেষ : সর্বোচ্চ দর ৪১ টাকা

amranetনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে নতুন নিয়মে অনুমোদন পাওয়া আমরা নেটওয়ার্কস লিমিটেডের বিডিং  পক্রিয়া শেষ হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে এই বিডিং শুরু হয়, যা আজ বুধবার শেষ হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা গেছে, এর আগে বিডিংয়ে অংশগ্রহনে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন শেষ হয়। বুধবার বিকাল সাড়ে তিনটায় বিডিংয়ের সমস্ত কার্যক্রম শেষ হয়।

প্রতিটি বিডিংয়ের জন্য প্রতিষ্ঠানগুলোকে গত সোমবারের মধ্যে ৫ হাজার টাকা পে-অর্ডার করতে বলা হয়।

বিডিং চলাকালে অংশগ্রহণ কারীদের ২০ শতাংশ অর্থ জমা দিতে হবে বলে জানায় ডিএসই।

বুক বিল্ডিংয়ের নতুন নিয়মে কোম্পানিটি শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ৫৬ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে কাট অফ প্রাইসের মাধ্যমে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানিটি বিএমআরই, ডাটা সেন্টার প্রতিষ্ঠা, সারা দেশে ওয়াই ফাই হট স্পট স্থাপন, ঋণ পরিশোধ এবং আইপিও আনুষাঙ্গিক খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সালের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাড়িয়েছে ২১ টাকা ৯৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে লংকাবাংলা ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *