আরএন স্পিনিংয়ের অডিট ফার্মের কার্যক্রম বন্ধের নির্দেশ

rn spinস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর এন স্পিনিংয়ের অডিট ফার্ম আতিক খালেক চৌধুরী সিএ এর শেয়ারবাজার কেন্দ্রিক সকল কার্যক্রম বন্ধের নির্দেশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ কমিশনের ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসি সূত্র মতে, অডিট ফার্মটি আর এন স্পিনিংয়ের মোটা অংকের অর্থ লেনদেনকে বৈধ্যতা দিয়েছে। এসব অর্থ কোনো ব্যাংকের মাধ্যমে না হয়ে নগদ লেনদেন হয়েছিল।

স্থাবর সম্পত্তি ক্রয় বাবদ ৪৫,৪৬,৭৮,৮৯৯, চঙ আঙ এআরএস সোয়েটারকে ১৭,০৩,১২,৬৮০ টাকা, টোটাল স্পিনিং মিলসকে ১০,০১,৩৬,৯৮০ টাকা, মিসেস শিরিন ফারুখকে ২০,২৫,৭৬,৫২০ টাকা এবং মি. কিম জং সুকে ৩৯,৭৪,৮২,২০০ টাকাসহ মোট ১৮৫,৬০,৫৮,০৬০ টাকা নগদ লেনদেন করেছে আর এন স্পিনিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *