আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের ১০০ কোটি আত্মসাতের অভিযোগে দি আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মো. রফিকুল আলমসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৫ আগস্ট) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক সেলিনা আখতার।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন সমবায় অধিদফতরের যুগ্ম নিবন্ধক মো. মিজানুর রহমান, পরিদর্শক মহসিন মজুমদার, অবসরপ্রাপ্ত জেলা অডিটর মো. লুৎফর রহমান ও অবসরপ্রাপ্ত উপসহকারী নিবন্ধক মো. খবির খান, দি আরবান কো-অপারেটিভ ব্যাংক প্রধান কার্যালয়ের সভাপতি তাহমিনা বেগম ও নারায়ণগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মিজানুর রহমান ভূইয়া।

মামলার অভিযোগে বলা হয়, সমবায় অধিদফতরের কর্মকর্তাদের যোগসাজশে নিবন্ধন ও লিকুইডেশন নম্বর জালিয়াতি করে ভুয়া সমবায় সমিতি সৃষ্টি করেছে দি আরবান কো-অপারেটিভ ব্যাংক। সারাদেশে শাখা খুলে অবৈধ ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের উচ্চ হারে লাভের প্রলোভন দেখিয়ে সঞ্চয় হিসাবে ১০০ কোটি টাকা জমা নিয়েছে তারা। পরে এই টাকা গ্রাহকদের ফেরত না দিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে।

২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে টাকা আত্মসাতের এ ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *