আলহাজ্ব টেক্সটাইল পরিচালককে ৫৫ লাখ টাকা জড়িমানা

alhazস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ার বিক্রি এবং বিক্রিতে সহযোগিতা করার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদা এবং এএনএফ ম্যানেজমেন্টকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএসইসির ৭০৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রির মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইলের পরিচালক মো: সামসুল হুদাকে আইন ভঙ্গের দায়ে মো: সামসুল হুদাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

এএনএফ ম্যানেজমেন্ট কো: লিমিটেড কর্তৃক মো: সামসুল হুদা পূর্ব ঘোষণা ছাড়া ১ লাখ ৪৫ হাজার ৭২৮টি শেয়ার বিক্রিতে সহযোগিতা করা হয়েছে এবং মো: সামসুল হুদা একই সাথে এএনএফ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও সভায় আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘স্পট মার্কেট’ এ লেনদেনের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *