ইউনাইটেড এয়ারকে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

unitedনিজস্ব প্রতিবেদক:

প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩১২ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) লিমিটেড।

বুধবার বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় এই অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

৬ প্রতিষ্ঠানের কাছে ৩১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার শেয়ার ইস্যু করবে ইউনাইটেড এয়ারওয়েজ। এর মাধ্যমে ৩১২ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা পাবে কোম্পানিটি। এ টাকা দিয়ে কোম্পানিটি ৭টি বিমান কিনবে।

৬ প্রতিষ্ঠানের মধ্যে সুইফট এয়ার কার্গো পিটিই লিমিটেড কিনবে ৫ কোটি ২৮ লাখ ৮ হাজার ৮শ শেয়ার, স্টারলিংক অ্যারোস্পিট লিমিটেড ৫ কোটি ২০ লাখ, এ-সোনিক এভিয়েশন সুলোয়েশনস পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ, এ্যারিকটিক টার্ন এভিয়েশন পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ, ফনিক্স এয়ারক্রাফ্ট ইনভেস্টমেন্ট ৫ কোটি ২০ লাখ এবং ব্লাক টার্নসটোন এভিয়েশন পিটিই লিমেটেড কিনবে ৫ কোটি ২০ লাখ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *