ইউনাইটেড এয়ারের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল

unitedনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য আবারও বাতিল করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য কারণবশত ইউনাইটেড এয়ার ওয়েজে ফ্লাইট ৫ মার্চ থেকে আবারও বাতিল করা হয়েছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি চলাচলযোগ্য বিমানের অভাবে সব ফ্লাইট বাতিল করে ইউনাইটেড এয়ারওয়েজ। পরে অভ্যন্তরীণ রুটে তা চালু হয় গত ২৪ ফেব্রুয়ারি। এরপরই আবার গতকাল ৫ মার্চ থেকে অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা।

প্রসঙ্গত, কোম্পানিটি আজ সর্বশেষ লেনদেন করে ৬ টাকা ২০ পয়সা দরে।

স্টকমার্কেটবিডি.কম/এমএআর/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *