ইউনাইটেড পাওয়ারের লেনদেন ২০৪ টাকায়

UPGDস্টকমার্কেট ডেস্ক :

সদ্য তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ারের দর বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের চেয় বেড়ে ২০৪ টাকায় উঠেছে। আজ নিয়ে টানা চতুর্থ দিনের মত বেড়েছে কোম্পানিটির শেয়ারের দর। এরআগে গত ৭ কার্যদিবসের মধ্যে ৬দিনই এর দর বেড়েছে।

বিনিয়োগকারীদের আস্থা সংকটে এ বাজারের লেনদেনে ধারাবাহিকতা না থাকলেও কোম্পানিটিকে ঘিরে সিংহভাগ লেনদেন হচ্ছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। এ সময় কোম্পানিগুলোর শেয়ারের ব্যাপক চাহিদায় হল্ট-ট্রেড হতেও দেখা যাচ্ছে কোম্পানিকে।

টানা দুই দিন হল্ট ট্রেড হতে দেখা গেছে সম্প্রতি তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইউনাইটেড পাওয়ার। যা স্বাভাবিক বাজারে বিনিয়োগকারীদের লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বাজার-সংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসায়িক মুনাফার সঙ্গে শেয়ার দরের সমন্বয় থাকার কথা থাকলেও কারসাজি চক্রের দাপুটে অবস্থায় বে-হিসাবি লেনদেন হচ্ছে কয়েকটি কোম্পানিটিকে ঘিরে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির শেয়ার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও হল্ট ট্রেড হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৯.৯৫ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চসীমায় উঠে আসে। আগের কার্যদিবসে কোম্পানিটির ১৫৯.৮০ টাকায় লেনদেন হলেও গতদিবসে এ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৭৫.৭ টাকায় লেনদেন হয়। অর্থাৎ এ দিন শেয়ার দর বেড়েছে ৯.৯৫ শতাংশ বা ১৫.৯০ টাকা। কোম্পানির ২৭ লাখ ৮৫ হাজার ৭৮৫টি শেয়ার ৮ হাজার ২০৬ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ছিল ৪৮ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *