ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানির ১৫৫ কোটি টাকার লভ্যাংশ

UPGDস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এ্যানার্জি লিমিটেড ৩৮.৭৫% নগদ ডিভিডেন্ড ঘোষনা করেছে।

২০১৮-২০১৯ সালের জন্য এই লভ্যাংশ ঘোষনা করা হয় এবং সর্বমোট লভ্যাংশের পরিমান ১৫৫.১৭ কোটি টাকা।

উল্লেখ্য যে, চলতি বছর কোম্পানিটির কর পরবর্তী নীট মুনাফা ছিল ১৫৯.৫৬ কোটি টাকা আর শেয়ার প্রতি আয় ছিল ৩.৯৮৫ টাকা ।

গত ২০ জুলাই অনুষ্ঠিত পরিচালক বোর্ড সভায় ২০১৮-২০১৯ সালের জন্য চুড়ান্ত লভ্যাংশ হিসেবে শেয়ার প্রতি ২.৯০ টাকা বা ২৯% হারে সর্বমোট ১১৬.১৩ কোটি টাকার অনুমোদন দেয়া হয়।

প্রসংগত উল্লেখ্য যে, ২০১৮-১৯ সালের প্রথম ত্রৈমাসিক হিসাবের ভিত্তিতে অর্জিত মুনাফার উপর শেয়ার প্রতি ০.৯৭৫ টাকা বা ৯.৭৫% হারে নগদ লভ্যাংশ ঘোষনা করা হয় যা টাকার পরিমানে ৩৯.০৪ কোটি টাকা এবং সর্বমোট লভ্যাংশ প্রদান ১৫৫.১৭ কোটি টাকা ।

কোম্পানিটির দাবি, ইউনাইটেড পাওয়ারের শেয়ার হোল্ডারগনের প্রত্যাশিত মুনাফা ধারাবাহিকভাবে বৃদ্ধির সুযোগ রয়েছে। বর্তমান শেয়ারবাজারে কোম্পানিটি তার স্থান আরও সুদৃর করবে বলে আশা করা যায়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *