ইন্ট্রাকো রিফুয়েলিং আইপিও : আবেদন গ্রহণ চলবে ৭ কার্যদিবস

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া শুরু হয়েছে। ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে ৭ কার্যদিবস। যা শেষ হবে আগামী ২৭ মার্চ । ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *