ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Program on ESSস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্, ২০১৫-এর সর্বশেষ সংশোধনী গেজেট ভুক্ত করা হয় গত ৬ জুলাই । এই সংশোধনী অনুযায়ী এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস)-এর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। খবর : বিজ্ঞপ্তি।

উল্লেখ্য যে, আসন্ন ওইমেক্র ইলেকট্রোড লিমিটেড-এর আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আইপিও আবেদন ইএসএস পক্রিয়ার মাধ্যমে শুরু হবে। ইএসএস ও এর প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দিতে গত ২৯ আগস্ট সিএসইর প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার অয়োজন করা হয়। উক্ত কর্মশালায় চট্টগ্রাম ভিত্তিক যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সিএসইর ডিলারগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইপিওতে আবেদন গ্রহনের নতুন এ পদ্ধতির তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলোর সচিত্র বর্ণনা প্রদান করা হয়। উক্ত কর্মশালাটি সিএসই ও ডিএসই যৌথভাবে আয়োজন করে।

সিএসইর চীফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ শামসুর রহমান এফসিএমএ-এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালিত হয় এবং অন্যান্যদের মধ্যে সিএসইর লিস্টিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মনিরুল হক, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া, সিএসইর আইটি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম ও ডিএসইর আইসিটি বিভাগের ব্যবস্থাপক জনাব আবদুল কাদের খন্দকার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *