ইষ্টার্ণ ব্যাংকের লভ্যাংশ কমালো পরিচালনা বোর্ড

eblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ কমানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৯ সালের জন্য এ লভ্যাংশ ১৫ শতাংশ নগদ করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় এই পরিবর্তিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এর আগে ব্যাংক উক্ত বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এ বছর ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪.৯২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩১.৯৮ টাকা।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন আইনের আওতায় লভ্যাংশ কমালো ব্যাংকটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *