ই-পোস্ট প্রকল্পকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার

Postস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-পোস্ট প্রকল্পের কার্যক্রম ই-ক্যাবের মাধ্যমে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৬৪টি জেলা পোস্ট অফিসের ই-কমার্স পণ্যের ডেলিভারি সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১০০টি স্মার্টফোন দেওয়া হলো।

বুধবার (১০ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ পোস্ট অফিসের (ঢাকা জিপিও) প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর শেষে স্মার্টফোনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ই-পোস্ট দেশের ডিজিটাল কমার্সের উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, ‘বাংলাদেশ পোস্ট অফিস ও ই-ক্যাবের যৌথ উদ্যোগে ৬৪টি জেলা পোস্ট অফিসে ই-কমার্স সেবার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এটি একটি মাইলফলক হবে।’

ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি শমী কায়সার বলেন, ‘ই-পোস্ট সার্ভিস ব্যবহার করে পোস্ট অফিসের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা পৌঁছে যাবে।’

ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘ই-ক্যাব বাংলাদেশের ডিজিটাল ই-কমার্স সেবার মান বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পোস্ট তারই একটি সার্থক রূপায়ণ।’

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *