উত্তরা ফিন্যান্সের বোর্ড সভা স্থগিত

uttara-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৪ জুন বুধবার এ বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, অনিবার্য কারণবশত ১৭ জুন বুধবারের পরিচালনা পর্ষদ সভা স্থগিত করে আগামী ২৪ জুন করা হয়েছে।f

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তরা ফিন্যান্স আগের বছর ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *