উন্নয়নের পথে বাংলাদেশের অবস্থান দৃঢ় : বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অপর্ণা সুভ্রামণি বলেছেন, সামাজিক সূচকসহ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন দৃঢ় অবস্থান গড়ে তুলেছে।

সোমবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি তাদের উন্নয়নের জন্য আমি শুভকামনা জানাই।’

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বব্যাকের প্রেসিডেন্ট ইতোমধ্যে বাংলাদেশের উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (আইডিএ) সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে তহবিল গ্রহণে বাংলাদেশ একটি বৃহৎ দেশ।’

অপর্ণা বলেন, বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সমর্থনে সম্প্রতি ৪৮০ মিলিয়ন মার্কিন ডলারের মঞ্জুরি অনুমোদন করেছে।

তিনি বলেন, ‘এই মঞ্জুরি কয়েকটি প্রকল্পের অধীনে দেয়া হবে। ইতোমধ্যে স্বাস্থ্যের ওপর একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অপর প্রকল্পগুলো পাইপলাইনে আছে।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *