উন্নয়ন মেলা শুরু ৪ অক্টোবর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

unnoun melaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সকল জেলা, উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ উন্নয়ন মেলা-২০১৮। আগামী ৪ থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজীবুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল জেলা, উপজেলা পর্যায়ের এ মেলার উদ্বোধন ঘোষণা করবেন।

এ মেলায় ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করতে নানা কর্মসূচি থাকবে। উন্নয়নের নেতৃত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার উপর নানা প্রদর্শনী হবে। এ মেলায় শিক্ষার্থীদের নিয়ে আসতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুখ্য সচিব।

এসময় এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব এম এ মালেক ও ইআরডি সচিব প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *