উভয় এক্সচেঞ্জে দর কমার শীর্ষে মন্নু সিরামিক

munnuস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দর কমার শীর্ষে রয়েছে উভয় স্টক এক্সচেঞ্জে বি ক্যাটাগরির কোম্পানি মন্নু সিরামিক লিমিটেড। গত সপ্তাহে ৫ কার্যদিবসে এ কোম্পানির দর কমেছে ডিএসইতে ১২.৬৯ শতাংশ এবং সিএসইতে ১৩.৪৩ শতাংশ। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন ডিএসইতে মন্নু সিরামিক লিমিটেডের লেনদেন হয়েছে ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকার এবং সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকা। সিএসইতে গত সপ্তাহে মোট লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ১ কোটি ৫৯ লাখ ২ হাজার ৪৬৪ টাকা।

ডিএসইতে দর কমার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে – স্টান্ডার্ড সিরামিক ১১.৩৯%, আনোয়ার গ্লাভারজিং ১০.৮১%, মিরাকল ইন্ডাস্ট্রিজ ১০.০৫%, এ্যারামিট সিমেন্ট ৯.৫৬%, ফু-ওয়াং সিরামিক ৮.৫০%, লিগেসী ফুটওয়ার ৮.৪৭%, বিডি অটোকারস ৮.২৪%, রহিমা ফুড ৭.৪৮% ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৭.১৯% দর কমেছে।

সিএসইতে দর কমার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টান্ডার্ড সিরামিক ১০.৯০%, মিরাকল ইন্ডাস্ট্রিজ ১০.০৫%, এ্যারামিট সিমেন্ট ৮.৮২%, আনোয়ার গ্লাভারজিং ৮.৪৯%, রহিমা ফুড ৭.৯৭%, ফু-ওয়াং সিরামিক ৭.৮৪%, লিগেসী ফুটওয়ার ৭.৬৯%, এনসিসিবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৭.৫৪% ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৭.৫৩% দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *