উৎপাদন বন্ধ থাকার পরও শেয়ার দর বাড়ায় উদ্বেগ কোম্পানিটি

jute_spinnersস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন বন্ধ থাকলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। এমন অবস্থায় কোম্পানিটির লেনদেন ও শেয়ার দরের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানি জানায়, জুট স্পিনার্সের উৎপাদন ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটি তাদের কার্যক্রম বা মুনাফা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য বলে জানিয়েছে কোম্পানিটি।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ টাকা ১০ পয়সা। সর্বশেষ ২০১২ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

এদিকে সদ্যসমাপ্ত ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি ১২ টাকা ৪৩ পয়সা লোকসান দেখিয়েছে জুট স্পিনার্স। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৬ টাকা ১০ পয়সা । ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় মাইনাস ২০৯ টাকা ২৬ পয়সা।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ ও পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৯ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *