ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

index upস্টকমার্কেট ডেস্ক :
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২৫৫ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির ।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচকও ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৯ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেন চলছে । লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এদের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *