ঋণ সিকিউরিটিজ আইন সংশোধন করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

ডেট (ঋণ) সিকিউরিটিজের প্রাইভেট প্লেসমেন্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান ‘দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) রুলস, ২০১২’-এর চারটি উপধারা বাতিলের বিষয়ে জনমত চেয়ে গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

এ সংশোধনের মাধ্যমে বন্ড বা ঋণপত্র বা অন্য কোনো ধরনের ডেট সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচালনা পর্ষদকে একক ক্ষমতা দেওয়া হয়েছে। বর্তমান বিধিমালার ৩(৮) উপধারা অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির এক্ষেত্রে শেয়ারহোল্ডারদের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সংশোধন প্রস্তাবে এ বাধ্যবাধকতা বাতিলের প্রস্তাব করেছে কমিশন। এ ছাড়া বিদ্যমান আইন অনুযায়ী, প্রস্তাবিত ডেট সিকিউরিটিজের মোট মূল্য কোনোক্রমে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদের ৬০ শতাংশ বেশি হওয়া যাবে না। সংশোধনে এ শর্ত প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

এসব সংশোধনের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতামত, পরামর্শ বা আপত্তি থাকলে লিখিতভাবে আগামী ৬ অক্টোবরের মধ্যে কমিশনের দিলকুশা কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *