এক মাসে কমলাপুরে রেলের সেবার মান বাড়ানোর নির্দেশ

nurulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের যাত্রীসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, যদি এক মাসের মধ্যে যাত্রীসেবার মান উন্নয়ন করে পরিবর্তন না আনা হয়, তাহলে যাঁরা এর দায়িত্বে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের রেলমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের টিকিট বিক্রি, পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রীসেবার মান উন্নয়ন করতে হবে।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে যাত্রীসেবার মান বাড়ানো হবে উল্লেখ করে রেলমন্ত্রী আরও বলেন, ৫ এপ্রিল তিনি আবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করতে আসবেন। এর মধ্যে স্টেশনের সেবার মান উন্নয়ন করা না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টিকিটের কালোবাজারি ঠেকাতে ঢাকা-চট্টগ্রামের বিরতিহীন সোনার বাংলা ট্রেনে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এখন টিকিট কাটতে হয়। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আন্তনগর সব ট্রেনের টিকিট জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কাটতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *