এক মাসে কহিনুরের ১০ শতাংশ দরপতন

kohiস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক মাস ধরে নিম্নমুখী আছে কোহিনূর কেমিক্যাল বাংলাদেশ লিমিটেডের শেয়ারদর। এ সময়ের ব্যবধানে প্রায় ১০ শতাংশ দর হারিয়েছে রসায়ন খাতের কোম্পানিটি।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দুই মাসে ডিএসইতে কোহিনূর শেয়ারের দর ১০০ টাকারও বেশি বেড়ে ৪২০ টাকা ছাড়ায়। তবে এর নেপথ্যে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, কোম্পানি এমনটি জানানোর পর থেকেই নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

ডিএসইতে বৃহস্পতিবার কোহিনূর শেয়ারের দর ১ দশমিক শূন্য ৯ শতাংশ কমে দাঁড়ায় ৩৯০ টাকায়। গত এক বছরে এ শেয়ারের দর ৩১৩ থেকে ৫২৯ টাকার মধ্যে ওঠানামা করে।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোহিনূর কেমিক্যালের নিরীক্ষিত মুনাফা ছিল ১০ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকা, ২০১৩ হিসাব বছরে যা ছিল ৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকা। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়।

এদিকে ২০১৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫ টাকা ৬৩ পয়সা। ২০১৪ সালে ইপিএস ছিল ১৩ টাকা ২০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *