এক মাসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২২,৭৬৩ কোটি টাকা

index smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩৬২৮ কোটি টাকা। সর্বশেষ সপ্তাহে লেনদেনের সাথে কমেছে সূচক ও শেয়ারের দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্র জানা যায়, ১৮ এপ্রিল বাজারটির মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৯৫,১৬৩ কোটি টাকা। যা গত ১৮ মার্চ ছিল ৪,১৭,৯৫৬ কোটি টাকা। এহিসাবে সর্বশেষ এক মাসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ২২,৭৬৩ কোটি টাকা।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৯৭,৬২১ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে কমে দাঁড়িয়েছে ৩,৯৫,১৬৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন কমেছে ০.৬২ শতাংশ বা ২৪৫৮ কোটি টাকা।

এ সময় ৫ দিনে মোট ১২৩২ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৬৭৩ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৬.৩৪ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৪.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৫.৪০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৮৯৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ৫.৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের। আর ৫টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *