এজিএম না করায় দুই কোম্পানিকে শাস্তি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

নির্থারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত দুটি কোম্পানিকে শাস্তি দিল নিয়ন্ত্রক সংস্থা

ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং কে এই শাস্তি দেওয়া হলো। কোম্পানি দুটি এখন থেকে জেড ক‌্যাটাগরিতে তালিকাভুক্ত করা হবে। যা পরবর্তী কার্যদিবস ৩ জানুয়ারি থেকে কার্যকর করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

ডিএসই জানায়, ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং ২০১৫ সালে নির্ধারিত এজিএমটি করতে ব্যর্থ হয়েছে।

নিয়মঅনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিসেম্বর মাসের মধ্যে করার নির্দেশ ছিল। কোনো কারনে তা করতে ব্যর্থ হলে তার ব্যাখ্যা নিন্ত্রক সংস্থাদের জানাতে হবে।

যা ওয়েষ্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ও মেট্রো স্পিনিং করেনি। এর জন্য এদের ক্যাটাগরি এ থেকে নামিয়ে জেড করা হলো।

SEC Directive No.SEC/CMRRCD/2001-43/169 dated October 01, 2009 ধারা অনুযায়ী কোম্পানি দুটোর শেয়ার ক্রয়ের ক্সেত্রে মার্জিন তুলে নিতে বলা হয়েছে। ব্রোকার হাউজগুলো এ নির্দেশনা দিয়েছে সিএসই ও ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *