এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে ডিএসই’র শোক প্রকাশ

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক স্বতন্ত্র পরিচালক (এটর্নি জেনারেল) মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আজ সোমবার ডিএসইর এক শোক বার্তাটি গনমাধ্যমের নিকট পাঠানো হয়।

মরহুম মাহবুবে আলম ২০০৫ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের মে মাস পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷

সরকারের একজন প্রথিত যশা আইন কর্মকর্তা হিসেবে ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা/পরিচালকদের হাতে এককভাবে কমপক্ষে ২% এবং সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারনের বিষয়ে মামলায় তার ভূমিকা ছিল অতুলনীয় ও প্রসংশনীয়৷

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের পক্ষে চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা (এটর্নি জেনারেল) মাহবুবে আলম গতকাল (সেপ্টেম্বর ২৭, ২০২০) তারিখে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *