এডিএন টেলিকমের আইপিও লটারির ফলাফল প্রকাশ

adn-telecom-logo-transস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের লটারির ফলাফৈ প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে বিজয়ীদের নাম দেখতে নিচের লিংকে ক্লিক…..

ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের তালিকা

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

কোম্পানিটি জানায়, আইপিওতে চাহিদার বিপক্ষে মোট ১১.৬২ গুণ আবেদন করে বিনিয়োগকারীরা। তাই লটারির মাধ্যমে এই শেয়ার বরাদ্দ করবে তারা।

আবেদনের পরিমাণ দাড়িয়েছে মোট ৬৬০ কোটি ৯৯ লাখ টাকার। এর মধ্যে সাধারণ বিনিয়োকারীদের আবেদনের পরিমাণ ২২৫ কোটি, ক্ষতিগ্রস্থদের আবেদন ১৮ কোটি, বিদেশী বিনিয়োগকারীদের ১৭ কোটি এবং মিউচুয়াল ফান্ড ও প্রাতিষ্ঠানিক আবেদনের পরিমাণ ৩৯৯ কোটি টাকার উপরে।

এর আগে গত ৪ নভেম্বর এডিএন টেলিকমের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। যা গত ১১ নভেম্বর শেষ হয়েছে। চাহিদার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারিতে বিজয়ীদের আইপিও শেয়ার প্রদান করা হবে।

আইপিও আবেদনের জন্য ১০০ শেয়ারের দর হিসাবে ২৭০০ টাকা করে জমা নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *